আজিজ উল্লাহ:টেকনাফের বাহারছড়া তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবীণ আলেম মওলানা মাসউদুর রহমান(৯৭) ইন্তেকাল করেছেন! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল দুপুর ২টায় তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার ( ৭ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তার পুত্র এড. আবু মুসা মোহাম্মদ বলেন, আব্বার ওছিয়ত রয়েছে তাহার জানাযার নামায তাফহীমুল কোরআন দাখল মাদ্রাসার মাঠে করার জন্য তাই মাদ্রাসার মাঠে হবে বলে নিশ্চিত করেন এবং তার পিতার আত্মার মাগফিরাত কামনায় তার অসংখ্য ছাত্র, আত্মীয়-স্বজন, ও মুসলিম জনতাকে জানাযার নামাযে অংশ নেওয়ার আহবান জানান।”