ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সরাইল প্রেসক্লাব সভা কক্ষে সংবাদকর্মীদের সাথে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ নান্নু মিয়া,বীরমুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা কমিটির আহবায়ক মোঃ বেলাল মিয়া।
এছাড়াও সরাইল প্রেসক্লাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) লিখিত বক্তব্য পড়ে শুনান। তিনি বলেন- আমি আওয়ামী পরিবারের সন্তান,আমি বীরমুক্তিযোদ্ধার সন্তান। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন দেয় তাহলে সরাইলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করবো।
তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা যেন হাইব্রিড ও উড়ে এসে জুড়ে বসা লোকদের মনোনয়ন না দেন। তিনি বলেন, আমি যদি এম,পি হতে পারি তাহলে এলাকার যুবকদের জন্য ৫টি শিল্প কারখানা স্থাপন করে ব্যপক কর্মসংস্থানের ব্যবস্থা করবো। জাপান প্রবাসী পলাশ কালীকচ্ছ গ্রামের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লালের পুত্র।