বোয়ালমারীতে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর বাজার থেকে পাঁচ পিস ইয়াবাসহ হাসান(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২জুন ) ডহরনগর তদন্তকেন্দ্র পুলিশ এক অভিযানে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।গ্রেফতারকৃত হাসান মুন্সিগঞ্জ জেলার রিকরি বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এসআই আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিনগর ব্রিজের উপর একযুবক মাদকসহ অবস্থান করছে।এসময় হাসান কে আটক করে তার প্যান্টের পকেট থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামি হাসানকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!