সিয়াম: শরীয়তপুরের ডামুড্যায় বেদে সম্প্রদায়ের মাঝে সম্মিলিত সাংবাদিক সমিতির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১২ টায় ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মিলিত সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ৩৭টি বেদে পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।ঈদ উপহারের মধ্যে রয়েছে ঈদের পোশাক, নুডলস সেমাই, চিনি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বেপারী, সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা মকফর উদ্দিন বেপারী, সুপ্রিম কোটের আইনজীবী এ্যাডভোকেট শারমিন আক্তার মুক্ত, ডামুড্যা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজ বেপারী, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়াজি।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদার, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মাদবর, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, আশিকুর রহমান হৃদয়, নুরুল হুদা, কামরুল আরেফিন, জাকির হোসেন।
বেদে সসম্প্রদায়ের মাঝে ঈদের পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ডামুড্যা উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। তিনি এসময় সম্মিলত সাংবাদিক সমিতির সার্বিক মঙ্গল কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা মকফর উদ্দিন বলেন দেশের মানুষের পাশে থাকো এবং জনগনের পাশে থাকো আমারা তোমাদের দোয়া করি।
ঈদ উপহার ২০২১ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল রানা, মাহবুবুর রহমান বাবু বেপারী, রিয়াজুল ইসলাম, মাহবুব তালুকদার।