নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আগামী ২৮ তারিখ রোজ বৃহস্পতিবার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.) এর উদ্যোগে সকাল ৯ ঘটিকায় ঢাকায় বৃহৎ এক জুলুসের আয়োজন করা হয়েছে।
জুলুসটি শুরু হবে ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। জুলুসের নেতৃত্ব দিবেন অত্র মসজিদের খতিব এবং ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। প্রতি বছরের ন্যায় এবারও জুলুসের ব্যাপক প্রস্তুতি চলছে।
জুলুসটি কমলাপুর স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর,দৈনিক বাংলা,হাইকোর্ট প্রাঙ্গন,মৎস ভবন, কাকরাইল, মালিবাগ হয়ে শাজহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসায় এসে শেষ হবে। জুলুস শেষে মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন।