রাজধানীর সদরঘাট, সিমসনঘাট, লালকুঠি ঘাট থেকে খেয়া নৌকায় পার হয়ে কেরানীগঞ্জ প্রান্তের আসার সময় ঘন ঘন নৌ দুর্ঘটনা এড়াতে সাধারন মানুষের নিরাপদে চলার স্বার্থে বৈঠা নৌকা আর না’’ এ দাবীতে কেরানীগঞ্জে মানব বন্ধন করেছে মহাজোট শরিক ঐক্য পরিষদের নেতারা। গতকাল রবিবার দুপুরে কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় সাধারন জনসাধারনের অংশগ্রহনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে অংশ নিয়ে সংগঠনটির ঢাকা জেলা সভাপতি মোঃ ইউসুফ আলী লস্কর বলেন, প্রতি নিয়ত উল্লেখিত ঘাট দিয়ে খেয়া নৌকা দিয়ে পারাপারের সময় নদীতে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনার অন্যতম কারন হচ্ছে ছোট ছোট হাতে চালিত বৈঠা চালিত ডিঙ্গী নৌকাগুলো। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি, এ ছোট নৌকা গুলো যেন বন্ধ করে দিয়ে নদী পারাপারের জন্য যেন ইঞ্জিন চালিত ট্রলারের ব্যবস্থা করে দেয়া হয়। এতে করে নৌ দুর্ঘটনা অনেক কমে যাবে। তেমনী রাজধানীতে পড়–য়া ছেলে মেয়ের অবিভাবকরাও নিশ্চিন্তে থাকতে পারকে।
ইউসুফ আলী লস্করের সভাপতিত্বে মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারন সম্পাদক খান মোঃ আইয়ুব, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা জাসদ(ইনু) এর সভাপতি মফিদুল ইসলাম, দক্ষিন কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আসাদুজ্জামান ফিরোজ, দক্ষিন কেরানীগঞ্জ থানার বিকল্প ধারার সভাপতি শিকদার মাসুদ রানা, জাসদ(ইনু) এর দক্ষিন কেরানীগঞ্জ থানার সাধারন সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ #