বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা (২০) তরুনীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকা বরাবর মাঝ নদী থেকে ঐ তরুনীর ভাসমান লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ ফাড়ীর সদস্যরা।
সদরঘাট নৌ পুলিশ ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, লোকমুখে শুনতে পাই মিরেরবাগ এলাকা বরাবর মাঝ নদীতে একটি লাশ ভাসছে। এমন সংবাদের ভিত্তিতে নদীতে গিয়ে ভাসমান অবস্থায় এক তরুনীর লাশ উদ্ধার করি। তরুনীর পরনে ছিলো লাল পায়জামা ও কামিজ।
ধারণা করা হচ্ছে লাশটি বেশ কয়েকদিনের পুরোনো। লাশটি পচেগলে যাওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]