বুড়িগঙ্গা নদীতে সুমন মিয়া নামের (০৯) বছরের এক শিশু গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরদিন লাশ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ। কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
বরিশুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ সোবাহান মিয়া জানান, বুধবার বিকেলে কামরাঙিরচর তারা মসজিদ ঘাট এলাকা দিয়ে শিশুটি গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকেই তাকে খোজাখুজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙিরচর ঠোটায় পল্টুনের সামনে শিশুটির লাশ ভেসে উঠে।
এরপর শিশুটির পিতা বিনা ময়না তদন্তে লাশ চেয়ে আবেদন করলে আমরা উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে লাশ হস্তান্তর করি। নিহত শিশুর পিতা একজন রিক্সা চালক। তার গ্রামের বাড়ি চারসাবরামপুর কালকিনি মাদারীপুর। সে কামরাঙিরচর ৫৭ নং ওয়ার্ড কারিমাবাদ সরকারবাড়ি বাবুর বাসায় ভাড়া থাকেন। #