লাশ

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। সোমবার ১ আগষ্ট দুপুরে বুড়িগঙ্গা নদীর শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি লাশ বুড়িগঙ্গা নদীর শ্মশান ঘাট এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদরঘাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি একটি যুবকের। বয়স আনুমানিক ৩৫ হবে। পড়নে নীল জিন্স প্যান্ট ও একটি সবুজ রঙয়ের টি শার্ট রয়েছে।

লাশটি বেশ কয়েকদিন আগের হবে। তাই কিছুটা পচে গলে গেছে। পচে যাওয়ার কারনে লাশটির গায়ে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা নির্নয় সম্ভব হয় নি।
লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!