রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত (৪০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বও দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া খাগাইল এলাকায় বুড়িগঙ্গার মাঝ নদীতে এ লাশ উদ্ধার করা হয়।
বরিশুর নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ নকিব আয়জুল হক জানান, এলাকাবাসী লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে, আমরা দ্রæত ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটি একটি যুবকের। বয়স আনুমানিক ৪০ হবে। পরনে ছিল সাদা চেক লুঙ্গী ও কালো হাফ হাতা গোল গলা টিশার্ট। লাশটি ৪/৫ দিন পুরানো হ্ওয়ায় ফুলে ফেপে উঠেছে। যার কারনে আঘাতের কোন চিহ্ন রয়েছে কিনা তা বুঝা যায় নি।
পরে লাশটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের পওে মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#