ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) সকাল সাড়ে দশটায় পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে আরসিন গেট এলাকার মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় লাশের পরনে কোন কাপড় ছিলনা, গায়ের চামড়া খসে পড়ছিল। সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক মারুফ হোসেন জানান, সকালে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মরদেহটি ১০-১২ দিন আগের হওয়ায় আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।