বিয়েবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তুরগাউন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় মুমূর্ষু অবস্থায় তোহা (৫) নামের আরেক শিশুকে উদ্ধার করা হয়। সম্পর্কে তারা ভাই-বোন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, তৈলকুপি গ্রামে আলাউদ্দিন গাজীর ছেলে আল-আমিন গাজীর বিয়েতে বেড়াতে আসেন তার মামি ও মামাতো ভাই-বোন। আল-আমিনের মামার বাড়ি যশোর জেলার রাধানগর গ্রামে। বিয়েতে অন্যরা গেলেও তার মামি ও দুই ভাই-বোন বাড়িতে ছিল। বিকেলে সবার অজান্তে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজ করলে এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তুরগাউনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুকুরে জাল টেনে তোহাকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিশ্বজিৎ দাস জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র: জাগো নিউজ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

টেকনাফে এবার একসাথে ৭ জন স্থানীয় অপহৃত!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের জাহাজপুরা পাহাড় থেকে ৭জন স্থানীয় তরুণ-যুবক, বৃদ্ধকে ধরে নিয়ে গেছে …

error: Content is protected !!