সংবাদ বিজ্ঞাপ্তি:
আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত দশক থেকে বিসিএস চাকরি প্রত্যাশীদের জন্য প্রধান আকর্ষণীয় ক্যারিয়ারে পরিণত হয়েছে। যার ফলে হাজার হাজার স্টুডেন্ট বিসিএসের পিছনে ছুটছে। এই আসরেও অন্যান্যবারের মত লক্ষাধিক আবেদন জমা পরেছে। কার ভাগ্য সুপ্রসন্ন হবে আর কার ভাগ্য মন্দ হবে সময় বলে দিবে।
বাংলাদেশের সর্বপ্রান্ত থেকে বিসিএস চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করে থাকে। আমাদের টেকনাফ উপজেলাও এর ব্যতিক্রম নয়। টেকনাফের গর্বিত ছেলে আরফাত উল্লাহ কক্সবাজার সরকারি কলেজ থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর করে ৩য় বারের মত বাংলাদেশের সর্বোচ্চ সরকারি প্রতিযোগিতামূলক বিসিএস ৪৫ তম পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। ৪৫ তম বিসিএস প্রার্থী আরফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিশিয়াল আইডিতে পোস্ট করে ফেসবুকবাসীদের কাছ থেকে দোয়া কামনা করেন।
তিনি তার নিজস্ব আইডি Arfat ullah Cox’s এ লিখেন, যা হুবহু তুলে ধরা হলো “সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য,,,
মহান আল্লাহর অশেষ রহমতে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
সবাই আমার নিরাপদ সফর এবং পরীক্ষা ভাল হওয়ার জন্য দোয়া করবেন 🤲
ফ্যাক্টঃ বিসিএস নামক স্বপ্নের চাকরির পথে ছুটে চলা।”