আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানা। এসময় নববধূর স্বর্ণলঙ্কার লুট, বাড়ির নারী অতিথিদের মোবাইল লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা করে মারধর করা হয়েছে।
জানা যায়,সোমবার (১৩ মার্চ) সন্ধ্যাঁ বেলা স্থানীয় হলবনিয়া বিউলা বরো আব্দুস সালামের বিয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাঁধাদানের চেষ্টা করলে সৈয়দুল ইসলামের মেয়ে আয়েশা বেগম (১৪)কে সশস্ত্র ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত করা হয়। সেই শামলাপুর বেগম লায়লা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী। এছাড়া বিয়ে বাড়ির আরো কয়েকজন নারী আহত হয়।
পরিবার জানান, হঠাৎ করে চার-পাঁচ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে নববধূর গলার হার, মারধর করে কানের দুলসহ মেয়েদের মোবাইল লুট করার সময় চিল্লাচিল্লি করলে দুই রাউন্ড গুলো বর্ষণ করে পাহাড়ের দিকে চলে যায়।
বাহারছরা তদন্ত কেন্দ্রের এসআই হোসনে মোবারক জানান,”ডাকাতি ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে পুলিশ অভিযান শুরু করছে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে তদন্ত করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,” এভাবেই প্রায় সময় ডাকাতি করলে মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। তাই এলাকায় অপরিচিত লোকজন দেখলে তাদের গতিবিধি লক্ষ্য রেখে প্রশাসনকে অবহিত করতে বলা হয়।