বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় স্বর্ণকারসহ সহযোগী আরো দুই সদস্য গ্রেফতার!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া হলবুনিয়া বিয়ে বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্বর্ণকারসহ আরো দুই সদস্য পুলিশের হাতে ধরা। এসময় তাদের কাছ থেকে সরিয়ে রাখা লুন্ঠিত স্বর্ণসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। তাছড়া একই ঘটনায় গত মাসে আরো দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।

জানা যায়, রবিবার ( ২১ মে) দুপুর আনুমানিক ২.০০ টার সময় টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ সুপার, মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখার প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানার মো. আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই রোকনুজ্জামান,এসআই ফয়সাল মাসুদ ও এসআই মো.হেলাল এবং তার সংগীয়ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত হোয়াইক্যং ইউপির খারাংখালী কম্বনিয়া এলাকার আব্দুস সালামের পুত্র মো. জাগির হোসেন উরফে জাগির মিস্ত্রি (৩৮), এবং তারই তথ্যের ভিত্তিতে কুতুপালং এলাকা হতে একই সময়ে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি মতে ঘটনায় লুন্ঠিত স্বর্ণ মৌলভীবাজারে অবস্থিত মাতা মুহুরি জুয়েলার্সের মালিক ২নং আসামী লিটন ধর (৪৩), পিতা-মৃত নিমল ধর, যারা বাড়ি চট্টগ্রামের পটিয়া গৈড়লা ধলঘাট ইউনিয়নে সেই হ্নীলা ইউপির নয়াপাড়া শাহাদত মিয়ার ভাড়াটিয়া, এর উপস্থাপন মতে লুন্ঠিত স্বর্ণ স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দকরা হয়।

উল্লেখ্য, গত ১৩/০৩/২০২৩ইং সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় বাহারছড়া ইউনিয়নের হলবুনিয়াতে জনৈক গিয়াস উদ্দিনের বিবাহ শেষে নববধূকে তাহার বাড়িতে আনিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগিয়ে বন্দুকহাতে বিয়ে বাড়িতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মেরে নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুল হালিম জানানা,”গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

চট্টগ্রামস্থ টেকনাফ সমিতির ২০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে অবস্থানরত একঝাঁক আলোকিত মানুষের এক প্লাটফর্মে আবদ্ধ থাকার সংগঠন “টেকনাফ সমিতির” …

error: Content is protected !!