বিয়ের দেড় মাসের মাথায় কেরানীগঞ্জে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর করুন মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের আটিবাজার সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন- ইসমাইল হোসেন (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
পার্শ্ববর্তি ফারুক আহমেদ বলেন, গত দেড় মাস আগে নিহত ইসমাইল ও কাজলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাবা এ বাড়িতেই থাকতেন। আমাদের ফ্লাটের পাশ দিয়ে পল্লি বিদ্যুতের এসটি লাইন রয়েছে। রাতের বেলা হয়তো নিহত ইসলামের ফ্লাট থেকে কোন কাপর বাতাসে উড়ে গিয়ে পল্লি বিদ্যুতের তারের উপর পরে থাকতে পারে। সেখান থেকে তারা স্টিলের পাইপের মাধ্যমে সেটা নামাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবন মালিক সুজন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, রাতের বেলা ঘটনাটি ঘটেছে। ঘটনা শুনে আমি সাথে সাথেই ঘটনাস্থলে চলে আসি। দুজনই বোকা। লোকমুখে যা শুনেছি। তারা নাকি স্টিলের পাইপ দিয়ে এসটি তার থেকে কিছুএকটা আনতে গিয়ে এ দুঘর্টনা ঘটেছে। তাদের এ করুন মৃত্যুর জন্য আমি মর্মাহত। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাদের বেহস্ত নাসিব ধান করুক।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!