বিপ্লব উদ্যানে চবি ছাত্রদল নেতা মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম)এর স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি ইকবাল করিম যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী,সাইফুল ইসলাম সাইফুল্লাহ,মো:হিসাম উদ্দিন,মিছবাহ উদ্দীন,সাইফুল ইসলাম সায়েম, মিসবাহ উদ্দিন নাসিম,মোহাম্মদ হাসান,হারুন অর রশিদ,জহির খান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব ওয়াহিদুর রহমান ওহিদ, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো: আদিল,কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম,আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, মোঃ তমাল হোসেন,রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, আব্দুল কাদের, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা মেহেদী হাসান,রাশেদুল ইসলাম,শাহাদাত হোসেন,ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

পুষ্প অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন,১৯৭৫ এই দিনে সৈনিক-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকার স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটাতে ৭নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন জবির নাঈম

জবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হলেন নড়াইল জেলা লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান …

error: Content is protected !!