বিনা প্রতিদ্বন্দ্বিতায় কীর্তিনাশার নতুন সভাপতি তাহমিদ, সম্পাদক বিজয়

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার ছাত্রছাত্রীদের সংগঠন কীর্তিনাশার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসাবে মো. তাহমিদুল রহমান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজয় খোরশেদ মনোনীত হয়েছেন। আগামী এক বছর তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজব প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনই নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিজয় খোরশেদ বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজের নির্বাচিত সভাপতি ও অন্যদের সাথে সমন্বয় করে নিজের মেধা ও কর্মশক্তির শতভাগ দিয়ে সংগঠনকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

নব নির্বাচিত সভাপতি তাহমিদুর রহমান শিহাব বলেন , সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রচেষ্টায় ও সাথে নিয়ে কীর্তিনাশাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!