বিটার উদ্যোগে ওয়াই মুভস প্রকল্পের আওতায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত! 

সংবাদ বিজ্ঞপ্তি:

আজ ( ২৫ মে)সকাল ১১ ঘটিকায় বিটা বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস এর বাস্তবায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা এবং সিডা অর্থায়নে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয়ে ওয়াই মুভস প্রকল্পের আওতায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে গুলোর যৌন প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা কিশোর কিশোরদের এ সেবাকেন্দ্র গুলো হতে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা সমূহে প্রবেশাধীকার বৃদ্ধি এবং শিখন লব্ধ জ্ঞান হতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র বৃদ্ধি করার লক্ষ্যে বাহরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা দাতা ও গ্রহিতাদের উপর একটি জরিপ কার্যক্রম চালানো হয়।উক্ত প্রতিবেদনের উপর জেলা এডমিস্ট্রেশন এর সাথে একটি পরামর্শক সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্য (ডিডিএফপিও) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা উপজেলা মেডিকেল অফিসার জনাব রফিকুল ইসলাম ,সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বাহারছড়া ইউপি মেম্বার জনাব আবদুল হক ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার ,), এফডাব্লিউভি,সাংবাদিক দিদারুল আলম,এনসিটিএফ শিশু, অভিভাবক ইত্যাদি, এত বক্তব্য প্রদানকালে নিজ নিজ মন্তব্য তুলে ধরেন এবং বলেন মডেল স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসাবে বিশুদ্ধ পানি, রোগীকে ঔষধের সাথে ব্যবস্থাপত্র প্রদান করা এবং একজন পুরুষ ডাক্তার নিয়োগ সহ অন্যান্য বিষয়ে আলোচনার পর ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য বলেন সেকমো আগে দুই দিন থাকতো এখন তিনদিন থাকার ব্যবসথা করা হবে।ইউ পি মেম্বাকে অনুরোধ করলে একটি টিউবওয়েল দেয়ার জন্য মেম্বার বিষয়টি অতিসত্বর সমাধান দেবে বলে জানান। রোগীর সিরিয়ালের ব্যবস্থা করতে ইউপির সহায়তা নিতে বলেন। পরিশেষে সভাপতি বলেন সবাই মিলে সহায়তার হাত বাড়ালে সব সমস্যা সমাধান করা সম্ভব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুব্রত রায় প্রকল্প কর্মকর্তা ওয়াই-মুভস বিটা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]
error: Content is protected !!