বিজেএসসি জবি সংসদের নেতৃত্বে মুসা-রাশিদুল

জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের (বিজেএসসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিক হোসাইন মুসাকে সভাপতি ও রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে আজাদ হোসেন পারভেজ,সজীব হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অপূর্ব চৌধুরী, সৈকত সাহা এবং সাংগঠনিক সম্পাদক পদে তৈমুর খান মুবিন দায়িত্ব পেয়েছেন।

আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। নতুন দায়িত্বপ্রাপ্তদেরকে আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!