জবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের উদ্যোগে অর্ধশতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর উদ্যোক্তা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজবুল ইসলাম।
সাজবুল জানান, স্বাধীনতার ৫১ বছর পূর্তির এই দিনে আমরা আনন্দিত। সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত দেশ গড়ার কথা বলেছিলেন। তার কর্মী হিসেবে এমন উদ্যোগ আমাদের দায়িত্ব।