বিজয় দিবসে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ও সালাম সহেমননেসা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ও সালাম সহেমননেসা ফাউন্ডেশনের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। শুক্রবার ১৬ ডিসেম্বর কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর প্রাইমারী স্কুল মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ১ টার দিকে শেষ হয়। এতে প্রায়  ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে সালাম সহেমন নেসা ফাউন্ডেশনের সভাপতি চট্রগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সালেহ উদ্দিন আহমেদ, চট্রগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: কামরুন্নেসা রুনা, জেড এইচ সিকদার মেডিকেল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা. মরিয়ম রাবেয়া, ময়নামতি মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন আর রশীদসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা স্থানীয় দুস্থ্যদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের  সৌজন্যে বিশেষ চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র বিতরন করা হয়।

এছাড়া কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিক পরীক্ষা করা হয়।

ক্যাম্পেইনে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের নির্বাহী ও  প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন সহ ব্লাড ডোনার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

আবারো মধু সিটির দখলের বিরুদ্ধে মানববন্ধন

আবারো কেরানীগঞ্জের বহুল আলোচিত ও বিতর্কিত মধু সিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে কেরানীগঞ্জের মডেল থানাধীন কাঠালতলী, …

error: Content is protected !!