বিজয় দিবসে কেরানীগঞ্জে বই মেলা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক  বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  এই মেলার উদ্বোধন হয়ে শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। মতি মাষ্টার স্মৃতি পাঠাগার আয়োজিত এই মেলার সমাপনি অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.হাবিবুর রহমান।

২ দিন ব্যাপী এই মেলায় ১. উড়ো চিঠি , ২. মতি মাস্টার স্মৃতি পাঠাগার ,৩. আলোর দিশারী পাঠাগার, ৪. হ-য-ব-র-ল, ৫. সীমান্তের গহীনে, ৬. হেরার আলো পাঠাগার, ৭. মান্দাইল পাঠাগার, ৮. বর্ণমালা পাঠাগার, ৯. বন্ধু-মহল, ১০. কল্পলোকে, ১১. অপরাজিতা পাঠাগার, ১২. মুক্তির দিশা নামে ১২ টি স্টল অংশ গ্রহন করে। স্টলগুলোতে বিশেষ ছাড়ে এ মেলায় বই বিক্রি করেছে।

এছাড়াও খাও পিঠা হও মিঠা, পৌষালী,  চাঁদের হাট নামে ৩ টি পিঠার স্টল অংশ গ্রহন করে।

মেলায় দিনব্যাপী নানা  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সব আয়োজনের মধ্যে ছিলো: চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায়,  নৃত্য,  কবিতা, আবৃত্তি ও গান।

মেলায় আগত দর্শনার্থীরা বলেন, কেরানীগঞ্জের এই ধরনের আয়োজন মূলত সচরাচর দেখা যায় না। এই ধরনের আয়োজনের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি সামনে এই ধরনের আরো আয়োজনের জন্য অনুরোধ করেন।

সমাপনী অনুষ্ঠানে মতি মাষ্টার স্মৃতি পাঠাগারের সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকীর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল জলিল ভূইয়া ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু …

error: Content is protected !!