কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এর গেটে তালা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এর মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে সিআইডি পুলিশ। এর চারপাশে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সকাল থেকেই দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারী কার্যালয়ে আসেননি। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়এ অভিযান চালায় ডিবি পুলিশ।

এরপর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এ গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’।

তিনি আরও বলেন, কাপুরুষের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এ মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। তারা একাকী ঢুকে নাটক করেছে যে বিএনপির কার্যালয়ের ভেতরে বিস্ফোরক আছে, লাঠিসোঁটা আছে ইত্যাদি। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি।

আরো পড়ুনঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

Check Also

টিআইবি

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১ হাজার কোটি টাকা দুর্নীতিঃ টিআইবি

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৪ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের …