আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপে ১, ২ ও ৩নং ওয়ার্ডের কার্ড প্রাপ্ত দুস্থ নারীদের মাঝে এক মাসের ৩০ কেজি করে একসঙ্গে তিন মাসের ৯০ কেজি করে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি চাউল বিতরণ কর্মসূচির উদ্ভোদন করেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় বাহারছড়া ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের কার্ড প্রাপ্ত নারীদের মাঝে একসঙ্গে তিন মাসের ৯০ কেজি চাউল তুলে দেয়া হয়েছে। চাউল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের চৌধুরী, ফরিদ উল্লাহ মেম্বারসহ সংরক্ষিত ইউপি সদস্য জহুরা বেগমসহ আরো অনেকে।
আব্দুর রহমান বদি বলেন,” মিয়ানমারে সহিংসতার শিকার হয়েছে কয়েক লাখ রোহিঙ্গা উখিয়া- টেকনাফে বাস করার কারণে এই জনপদের স্থানীয় মানুষের ফসলী জমিসহ গাছপলা কৃষি ধ্বংস হয়েছে। রোহিঙ্গাদের জন্য পুষ্টি ঘাটতি পুরণ ও বিনামূল্যে সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। তাই সংসদে স্থানীয় অসহায় ১৫ হাজার মানুষের জন্য জন্য চাউল চেয়ে তা মঞ্জুর করায় ৫০ হাজার অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিজিডির চাউল নিয়ে আনেন বলে জানান তিনি। ”
উল্লেখ্য, এর আগ চাউল বিতরণের পূর্ব প্রস্তুতিমূলক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তালিকাভুক্ত প্রতিটি নারীদের দস্তখত এবং আঙুলের চাপ প্রয়োগের মাধ্যমে কার্ড চিহ্নিত করে রাখার জন্য নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে হাতে হাতে কার্ড পৌঁছে দিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার।