আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি:
টেকনাফের মারিষবনিয়া এলজিইডি সড়কে থেকে সিএনজিযোগে এবার ৪ বছরের শিশু এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে।
জানা যায়, শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় মারিষবনিয়া এলাকার কিশোর ওবায়দুল তার চাচা ভাই শিশু সালমানকে চুল কাটানোর জন্য আসার সময় মারিষবনিয়া বাজারের উত্তর পাশে এলজিইডি রোডস্থা জামে মসজিদের পাশ দিয়ে আসার সময় আগ থেকে অবস্থান করেন একটি সিএনজি। হঠাৎ সিএনজি থেকে নেমে কয়েকজন নেমে তাদের গাড়ির ভেতর উঠিয়ে উত্তর দিকে টান দিয়ে চলে যায়। অপহৃতের শিকাররা হচ্ছে স্থানীয় মো. আলীর পুত্র উবাদুলাহ (১৫) তারা চাচা ভাই হোসেন আলীর পুত্র শিশু সালমান (৪) কে অপহরণ করা হয়।
অপহৃতের শিকার ওবায়দুল্লাহ পিতা জানান,” রাস্তা থেকে সিএনজিতে উঠিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে। এবং উবাদুল্লাহ’র মেবাইল থেকে মেসেজের মাধ্যমে মুক্তিপণের টাকা দাবি করছেন বলেও অভিযোগ করেন। এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
(ছবি প্রতীকী)