আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
একদিকে পবিত্র মাহে রমজান অন্যদিকে প্রচন্ড গরমে নাকাল রোজাদার ভিজিডি কার্ডধারী দুস্থ নারীদের মাঝে চাউল বিতরণের প্রস্তুতিমূলক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তালিকাভুক্ত নারীদের হাতে হাতে কার্ড পৌঁছে দেয়ার কার্যক্রম চালিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার।
সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দিকে টেকনাফের বাহারছড়া ৯নং ওয়ার্ড থেকে কার্ড পৌঁছে দেয়ার এই কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ টা অবধি ৫ নং ওয়ার্ডে কার্ডে পৌঁছে দেয়ার মাধ্যমে প্রথম ধাপের এই কার্যক্রম সমাপ্ত হয়৷ এতে ৯নং ওয়ার্ডে ২৮৮ টি, ৮নং ওয়ার্ডে ৩০৩ টি, ৭নং ওয়ার্ডে ৩০৯টি, ৬নং ওয়ার্ডে, ২৫৬ টি ও ৫নং ওয়ার্ডে ৩৫০টিসহ প্রায় ১৫০৬ টি কার্ড বিতরণ করা হয়েছে। এদিকে একসাথে তিন মাসের ৯০ কেজি চাউল বিতরণের কথাও রয়েছে।
আমজাদ হোসেনের খোকন শিকদার বলেন,” দুস্থ মহিলাদের জন্য আসা ভিজিডি চাউলের কার্ড বাতিল করার জন্য পরিষদের মেম্বারদের একটা গ্রুপ ইউএনও অফিসে অভিযোগ দেয়ার কারণে জানুয়ারি মাসে আসা চাউল বিতরণ করতে তিন মাস অতিবাহিত হয়েছে। পরে সংশ্লিষ্ট অফিস যাচাই-বাছাই করে তদন্তে সব কিছু ঠিকঠাক থাকায় আগের তালিকা অনুযায়ী একসঙ্গে ৯০ কেজি চাউল দেয়ার সিদ্ধান্ত হয়েছে তাই এই কার্ড বিতরণ। ”
চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদ উদ্দিন,প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের চৌধুরীসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।