বাহারছড়ায় সৎ ভাইয়ের দায়ের কোপে প্রবাসী গুরুতর আহত

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া জাহাজপুরা সৎ ভাইয়ের দায়ের কোপে মো. সালাম নামের অপর বিদেশ ফেরত দুবাই প্রবাসী গুরুতর আহত হয়েছে।ধারালো দায়ের কোপে মাংসপেশি কাঁটাযুক্ত হয়ে হাড় ভেঙে গেছে।

জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঘরের রুমের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে স্থানীয় জাহাজপুরা মৃত ছৈয়দ আহমেদের পুত্রদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।এতে সৎ আব্দুল কাদেরের নির্দেশে অপর সৎ ভাই মো.সালাম ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয় অভিযোগ করেন ভিক্টিম। বর্তমানে সেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো. ইউনুস জানায়,” গত তিন মাস পূর্বে বিবাহ করার জন্য সালাম দুবাই থেকে দেশে আসেন এবং আগামী ৩ ফেব্রুয়ারি বিবাহের দিনক্ষণ ধার্য করা হয়েছে। এতে করে তার ঘরের রুম দরকার তাই এর আগেও ঘরের রুম দেয়াকে কেন্দ্র করে শালিস বসায় স্থানীয় মেম্বার মো. রফিকসহ প্যানেল চেয়ারম্যান হুমায়ুন শালিস করে দেন এবং তাকে দুটি রুম ঠিক করে দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন পর যখন বউ আনার জন্য রুম দরকার তখন দুই রুম থেকে এক রুম দখল করতে তাকে মারধর করে উঠানে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। রুম ভেঙে বিবাহের জন্য ক্রয়কৃত স্বর্ণ, টাকা ও কাপড় চোপড় লুটা করে নিয়ে যায়। তারা হচ্ছেন নুরুল ইসলাম,আবদুল কাদের ও মা ফাতেমা এবং আলম শায়ের!”

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, ” ঘটনার বিষয়ে অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!