আজিজ উল্লাহ, টেকনাফ:
টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার এক মাদ্রাসা শিক্ষার্থী বলৎকারের শিকার হয়ে রক্তাত্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সেই বলৎকার সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (২রা জানুয়ারি) সকালবেলা বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমানের নির্দেশনায় এসআই মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্থানীয় বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় দীর্ঘ ৮ঘন্টা অভিযান চালিয়ে বাহারছড়া ৮নং ওয়ার্ড কচ্ছপিয়া মাঝের পাড়া এলাকার বদরুজ মিয়ার পুত্র সাইফুল ইসলাম(২৪)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ধৃত বলৎকারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বলৎকারের শিকার শিশু শিক্ষার্থীর মা জানান,” মাদ্রাসা বন্ধ থাকায় ছেলে প্রতিদিনের মতো খেলতে বের হয়েছে। এসময় প্রতিবেশী লম্পট সাইফুল ইসলাম তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। প্রায় ২০ মিনিট পর হামাগুড়ি দিয়ে বের হয়ে তার বাবাকে দেখে ডাকলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এবিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান বলেন,” খবর পাওয়ার পর তাৎক্ষণিক অপরাধীকে আটক করার জন্য অভিযান করে তাকে আটক করতে সক্ষম হয় এবং ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাহারছড়ার মানবপাচার, ডাকাত, মাদক কারবারি ও সন্ত্রাসীসহ যেকোন ধরনের অপরাধীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।”