বাহারছড়ায় মেরিন ব্লাড ডোনেটিং ফোরাম ও হার্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়ার একঝাঁক তরুণ সেচ্ছাসেবীদের সংগঠন মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের উদ্যোগে সম্পন্ন ফ্রীতে এলাকার গরীব -অসহায় রোগীদের চক্ষু ও সাধারণ বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসাসহ বিশেষ করে চোখের চিকিৎসা প্রদান করা হয়। প্রোগ্রামটির আর্থিক সাপোর্টিং করেন ‘হার্ট সোসাইটি।’

জানা যায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাহারছড়া দক্ষিণ শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের আয়োজনে বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে আর্থিকভাবে সহযোগিতা করেন তরুণদের একটি মানবিক সংগঠন “হার্ট সোসাইটি।” কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ফিল্ড কর্মকর্তা মইন উদ্দিনের নেতৃত্বে ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ একদল ডাক্তার প্রায় ১২০ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করেন। এর মধ্যে বেশ কয়েকজনের চোখের জটিল সমস্যা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফ্রীতে চক্ষু অপারেশনের জন্য বাইতুশ শরফ হাসপাতালের নিজস্ব পরিবাহন মিনি বাসের মাধ্যমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন চক্ষু সমস্যার রোগীকে পরিক্ষা নিরীক্ষা করে চশমার ব্যবস্থা করেন। চক্ষু চিকিৎসা ছাড়াও বাহারছড়ার দুজন তরুণ এমবিবিএস ডাক্তার শাকের আহমেদ বাহাদুর ও ডাক্তার হা. আবদুল কাদেরের নেতৃত্বে উক্ত ক্যাম্পিংয়ে এলাকার গরীব ও অসহায় দুই শতাধিক নারী পুরুষ ও শিশুসহ সাধারণ বিভিন্ন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করেন। ২৫০ জনের অধিক বিভিন্ন বয়সের সাধারণ নাগরিকের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য যে, মেরিন ব্লাড ডোনেটিং ফোরাম প্রতিষ্ঠার পর থেকে মানবিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক সেবা হিসেবে এর আগে আরো বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়। তা হচ্ছে,জাহাজপুরা মডেল একাডেমিতে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, দক্ষিণ জুমপাড়া এলাকায় নতুন মসজিদ নির্মাণ,২০২২ সালে উপকূলের এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান, এছাড়া এই ফোরামের মাধ্যমে রক্ত প্রয়োজনীয় ৪ হাজারের অধিক রোগীকে ব্লাড ম্যানেজ করে দেয়া হয়েছে।

এই ফ্রী চিকিৎসা অনুষ্ঠানে সহযোগী পার্টনার হিসেবে মেরিন ব্লাড ডোনেটিং ফোরাম, হার্ট সোসাইটি, মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক দৈনন্দিন, ও নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা -ওয়েইডো সহযোগী হিসেবে কার্যক্রমে অংশ নেন।

ফ্রী চিকিৎসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বিশেষ অতিথি মঈন উদ্দিন, ফিল্ড অফিসার বাইতুশ শরফ হাসপাতাল, মাস্টার এবাদুল হক মামুন, মাস্টার রুহুল আমিন ও মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ, হার্ট সোসাইটির বিভিন্ন সদস্য ও নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থার সেচ্ছাসেবী নারী সদস্যসহ বিভিন্ন সেচ্ছাসেবী তরুণরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাঈদ বাঁচতে চায়

ডেস্ক নিউজ: ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী হঠাৎ বুকে ব্যাথা করে, সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা …

error: Content is protected !!