আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের উত্তর শিলখালী মাইল জুড়ে সবুজ পাহাড় দুর্তৃত্তের আগুনে জ্বলে নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে বয়ানের গাছসহ লাখো লাখো বনের গাছে পুড়ে ধ্বংস হয়েছে।
জানা যায়, শনিবার (১১ মার্চ) বিকেলে উত্তর শিলখালী বাজারের পূর্ব পাশে শত বছরে বুড়ো বটগাছের পাহাড়ে এলাকা হয়ে আগুনের উৎপত্তি হয়ে দক্ষিণ দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
প্রথমে একটি পাহাড় আগুনে পুড়ে ছাই হয়ে এই আগুন পাশ্ববর্তী আরো আরেকটি পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, আগুনে লাখ লাখ চারা গাছ, সামাজিক বনায়নে গাছ লাগানো শতশত উপকারভোগী ও পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি সুপারি বাগানসহ বিভিন্ন বাগানের মালিকরা খুব বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক স্কুল শিক্ষক বলেন,” উত্তর শিলখালী ৩ নং ওয়ার্ডে কে বা কারা সরকারি রিজার্ভের বনে আগুন লাগিয়ে দিয়েছে অনতিবিলম্বে সেই সব অপরাধীদের বিরুদ্ধে তদন্তুপূর্বক যাচাই-বাছাই করে এদের আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন মানুষের সাথে দূশমনি বা শত্রুতামী থাকলে অন্যভাবে করা যায়।কিন্তু এভাবে পাহাড়ের পাদদেশে আগুন লাগিয়ে চারাগাছ বটবৃক্ষ পুড়িয়ে দেশ ও মানুষের জানমালের ক্ষতি সাধন করার অধিকার কারো নেই।”
কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন,” পাহাড়ে কারা আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”