আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া হলবনিয়া বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় এজহারনামীয় আরেক আসামিকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা যায়, রবিবার ( ১৮ জুন) রাত আনুমানিক ৩.৪৫ টার সময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমানের নিদের্শনায় তদন্ত কেন্দ্রের এসআই মো. হেলালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উত্তর শিলখালী স্থানীয় মৃত মো. হোসেনের পুত্র মো. ছলিম উল্লাহ(২৫)কে উত্তর শিলখালী সঃ প্রাঃ বিঃ এন্ড সাইক্লোন সেল্টার নিচ হতে টেকনাফ মডেল থানার মামলা নং ৪৩(৩)২৩ এর গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্তি আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ দাঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান ইন্সপেক্টর মছিউর রহমান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুল হালিম জানান, ক্ললেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন করে ডাকাত জাকির, ডাকাত মিজান, ডাকাত রাসেল, ডাকাত জাহিদ, মো. ছলিম উল্লাহ এবং মোবাইল ক্রেতা, স্বর্ণ ক্রেতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৭ জনেই বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ডাকাত সদস্যরা আমাদের নিয়মিত অবজারভেশনে রয়েছে। এছাড়া ডাকাতদের গ্রেফতার করায় অত্র এলাকায় পজিটিভ পুলিশিং এর ব্যাপক প্রভাব পড়েছে। পুলিশি তৎপরতায় ডাকাত গ্রুপ অপরাধ ছেড়ে গাছ কাটা, লবনের চাষ এমনকি মালয়েশিয়া পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। ইতোপূর্বে তারা বিভিন্ন রকম অপহরণ,দস্যুতা এবং ডাকাতি করতো। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল বলেও জানান তিনি।”