আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া শামলাপুর পাহাড় দখল করে অবৈধভাবে বনে ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়ে তিনটি নির্মিত ঘর গুড়িয়ে দিয়েছেন বন বিভাগ।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার সময় শাপলাপুর বিটের অফিসার কেবিএম ফেরদৌসের আহমেদের নেতৃত্বে বন কর্মীদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এতে অবৈধভাবে নির্মিত স্থানীয় আবুল কালাম, শামসুল আলম ও নাছিমা আক্তারের ঘর ভেঙে ফেলা হয়। এসময় ১২ খুঁটি উদ্ধার করা হয় ও ঘর নির্মাণের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
বিট অফিসার ফেরদৌস আহমদ জানান, ” পাহাড় দখল করে কাউকে অবৈধভাব রিজার্ভের জায়গায় ঘর নির্মাণ করতে দেয়া হবে না। যারা আগে অবৈধ দখল আছে তাদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”