বাহারছড়ায় বন্য হাতির তান্ডবে সুপারি বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী বনো হাতির তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি সুপারি বাগানে ২শতাধিক গাছপালা উপড়ে ফেলা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৮ টার সময় পাহাড় থেকে নেমে এসে উত্তর শিলখালী পাহাড়ি পাদদেশের এলাকার বিভিন্ন বসতবাড়ির বাগানে হাতির তান্ডব চলে। সারা তান্ডব চালিয়ে ভোরের আগে পুনরায় বনে চলে যায়।শুধু উত্তর শিলখালী হাজি জাফর আহমেদের বাগানের প্রায় ৩৫টি সুপারি গাছ ভেঙে ও উপড়ে ফেলা হয়। পাশাপাশি বিভিন্ন বাগানেও সারা রাত তান্ডব চালায় হাতি।

স্থানীয় সচেতন মহল জানান, প্রতিদিন পাহাড় থেকে বন্যহাতি এসে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। পাহাড়ে হাতির আবাসস্থল দখল ও খাদ্যের সংকটে লোকালয়ে এসে খাদ্য খোঁজে।এসময় হাতির আসার পরপর হৈচৈ শুরু করে এলাকার কিছু তরুণ- যুবকরা হাতির পিছু নিয়ে ইটপাটকেল ছুড়লে হাতি ক্ষেপে গিয়ে আরো ব্যাপক তান্ডব চালিয়ে গাছপালা ভেঙে উপড়ে পেলে।

শামলাপুর বিটের কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান,” হাতি আসলে তাকে বিরক্ত না করে বনে ফেরার জন্য স্থানীয় বন বিভাগকে অবহিত করার জন্য বলা হয়। এবং বসতবাড়ির বাগানে কোন ধরনের ক্ষতি না করে পাহাড়ে ফেরাতে স্থানীয় পর্যায়ে ইআরটিমের সদস্যরা কাজ করছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!