বাহারছড়ায় দুবৃর্ত্তের আগুনে দুদিন ধরে জ্বলছে সবুজ পাহাড়, নিয়ন্ত্রণের বালাই নেই!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ফিনিসভাঙা এলাকার উত্তর-পূর্ব পাশের সবুজ অরণ্যের বিশাল পাহাড় অজ্ঞাত দুর্বৃত্তের আগুনে দাউ দাউ করে জ্বলছে। একটি পাহাড় মাড়িয়ে আগুন প্বাশবর্তী পাহাড়ে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণের কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট বন বিভাগ।

সুত্রে জানা যায়, গতকাল রবিবার ( ২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাহাড়ে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। তবু কারা পাহাড় দখল করার জন্য আগুন লাগিয়েছে তা সঠিকভাবে শনাক্ত করা যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, গতকাল থেকে শুরু হওয়া আগুনে দুয়েকটি সবুজ পাহাড় নিশ্চিহ্ন হয়ে পাশ্ববর্তী কয়েকটি পাহাড় আগুনে গ্রাস করেছে। এদিকে পাহাড়ের পাদদেশে বেশ কয়েকটি বসতির লোকজন আগুনের ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে।

বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পাহাড়ের অজস্র বিভিন্ন প্রজাতির পাহাড়ি চারা গাছ ও সামাজিক বনায়নে লাগানো শতশত গাছ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানায়,” অনেক লোকজন অবৈধভাবে পাহাড় দখল করে তা পরিষ্কার করার জন্য আগুন লাগিয়ে গাছপালা, ঝোপঝাড় পরিষ্কার করেন। পরে বিভিন্ন গাছপালা, পানেরবরজ ও জুমচাষ করে থাকেন।”

এদিকে শিলখালী রঞ্জের বন কর্মকর্তা জানান,” আগুন লাগার সংবাদ পেয়ে দুবার ঘটনাস্থলে যাওয়া হয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় তা নিভানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি এবং কারা আগুন লাগিয়ে তা তদন্ত করে চিহ্নিত করার চেষ্টা চলছে। “

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!