বাহারছড়ায় এবার স্কুল শিক্ষার্থীসহ অপহৃত-২, গুরুতর আহত দুই কৃষক!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া জাহাজাপুরা পাহাড়ি পাদদেশে পানেরবরজে পান তুলতে গিয়ে আবারো অপহরণের শিকার এক স্কুল শিক্ষার্থীসহ দুজন স্থানীয় কৃষক। এসময় আরো তিনজন কৃষক পালিয়ে আসার চেষ্টা করলে ডাকাতের ধারালো দায়ের কুপিয়ে স্থানীয় ইউসুফের দুই পুত্র আব্দুল আমিন ও আব্দুল্লাহ নামে দুজন গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় সময় জাহাজপুরা মাঠ পাড়া এলাকার স্থানীয় বাঁচা মিয়ার পুত্র রহিম উদ্দিন(৩০) ও তার স্কুলে পড়োয়া নাতি রিদুয়ান(২২) তাদের নিজস্ব পানের বরজে পান তুলার জন্য যায়। এসময় হঠাৎ সশস্ত্র ডাকাতের একটি গ্রুপ পিছন থেকে এসে তাদের জিম্মি করে মাদারবনিয়া খাল হয়ে গভীর পাহাড়ে ধরে নিয়ে যায়। এদিকে স্বজনদের বাড়িতে আহাজারি চলছে।

অপহরণের শিকার স্কুল শিক্ষার্থীর পিতা সওয়ার আলম বলেন,” তারা নিতান্ত অসহায়, পানেরবরজ থেকে যা পয়সা পায় তা দিয়ে কোনমতে তাদের সংসার চলে। ডাকাত দল তাদের মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করতেছে কিন্তু তাদের পরিবারে ৫হাজার টাকাও জমা নেই। তাই ভিক্টিমদের উদ্ধারে স্থানীয় বিভিন্ন প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি।”

একিদে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান জানান,” অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে। “

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!