বাহারছড়ায় একাধিক মামলাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

আজিজ উল্লাহ, আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের
শামলাপুর দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে একাধিক মামলা ও অস্ত্র আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুল আলম কে আটক করেছে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা। আটক নুরুল আলম শামলাপুর বাহারছড়া ইউপির ইজ্জত আলীর ছেলে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় শামলাপুর দুর্গম পাহাড় থেকে তাকে আটক করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান গনমাধ্যমে পাঠানো এক সংবাদে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার )এর নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. হেলাল , এএসআই (নিঃ) শোয়ায়েব হোসাইন এবং সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুর্গম পাহাড় হতে ডাকাত নুরুল আলম কে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-এ , জিআর-২২২/২০১৭(টেকনাফ) মামলার যাবজ্জীবন সাজা রয়েছে বলে জানা যায়। তিনি আরো জানান, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!