বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগ দিলেন তাছলিমা আক্তার

ডেস্ক নিউজ: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তাছলিমা আক্তার।রবিবার (২০ আগস্ট) সকালে তিনি এই পদে যোগদান করেন। এর পূর্বে গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ওই পদে তাকে নিয়োগপত্র প্রদান করেন।

তাছলিমা ২০১৩ সালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ হতে এস,এস,সি, ২০১৫ সালে ঢাকা সিটি কলেজ হতে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্ট হতে কৃতিত্বের সাথে বিবিএ অনার্স ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, বর্তমান কমিটির অভিভাবক সদস্য, কুট্টাপাড়া হোসেন আলী জামে মসজিদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ও সমাজ সেবক মো: হোসেন আলীর জ্যেষ্ঠ কন্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!