শাহাদাত আল মাহাদী,সৌদি আরব প্রতিনিধি
সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ হাঃ নির্দেশে বাংলাদেশে তৃতীয় বারের মতো মেডিকেল সামগ্রী পাঠিয়েছে সৌদি আরবের একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের মাধ্যমে সৌদি আরব সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রদত্ত করোনার ভাইরাস সংক্রমণ মোকাবেলার লক্ষে চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম হিসেবে ২৩ টি ভেন্টিলেটর এবং মেডিকেল গ্লাভস হস্তান্তর করেন।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রনালয়ের জেনারেল ডিরেক্টর ডাঃ আবুল-বাশার মুহাম্মদ খোরশেদ আলম সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।