সুকান্ত সরকার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
১ম বারের মত শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৪ দল।
১৫ মার্চ রোজ শুক্রবার দুপুর ৩.৩০ এ খেলার উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান । এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রভাষক এমদাদুল হক, প্রভাষক ফয়সাল আহমেদ,প্রভাষক সাদিয়া আফরীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। ১ম ম্যাচে অংশগ্রহন করেন এরিস্টটল স্কোয়াড বনাম ক্লান অফ সক্রেটিস।
এ সময় প্রভাষক ফয়সাল আহমেদ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জগতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরিচিত করার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর আনন্দ দেয়ার জন্যই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে তিনি ডিপার্টমেন্টের সকলকে সচেষ্ট হয়ে কাজ করার কথা বলেছেন।
উল্লেখ্য, আগামি ১৮ মার্চ রোজ সোমবার বিকেল ৩.৩০ উক্ত খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে