সুকান্ত সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং সর্বকালের শ্রেষ্ঠ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে ১৭ মার্চ সকাল ৮.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর খোন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান এবং জাতির পিতার মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ১০২ নং কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হবে। একই সাথে বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের শিশুদের চিত্রাঙ্কন (প্লে-৪র্থ শ্রেণী) এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে রচনা প্রতিযোগিতার(৫ম-৭ম শ্রেণী) আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য ১৩ মার্চ ২০১৯ রেজিস্টার অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে সারাদিন ব্যাপী এই কর্মসূচি ঘোষনা করা হয়।