জবি প্রতিনিধি: `প্রজন্ম থেকে প্রজন্মের তরে আমরা প্রজন্মিয়ান` স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম পরিবারের ষোলতম স্বাগত সম্ভাষণ-২২ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর খিলগাঁও থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে যাতায়াতকারী ‘প্রজন্ম’ বাসের সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজিত হয়। বৌদ্ধ মন্দিরের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে গত ২৩সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় স্বাগত সম্ভাষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক ও প্রজন্ম পরিবারের প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম পরিবারের আজীবন উপদেষ্টা তৌফিক রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল আহমেদ।
প্রজন্ম পরিবারের সদ্য সাবেক সভাপতি রেদোয়ান হোসেনের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অভিরাজ অভির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মাহমুদা আমির ইভা।
সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রজন্ম পরিবারের নবীনবরণ শুরু করা হয়। নাচ, গান, কবিতা, আবৃত্তি সহ নানা আয়োজন ছিলো এই অনুষ্ঠানে। জাকজমকপূর্ণভাবে এই বাসের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এসময় সবাইকে প্রজন্ম বাসের ছবি ও নাম সংবলিত চাবির রিং উপহার দেয়া হয়।
প্রজন্ম পরিবারের সদ্য সাবেক সাধারণ সম্পাদক অভিরাজ অভি বলেন, প্রজন্ম বাস বরাবরই একটু সংস্কৃতিমনা বাস । বরাবরের মত এবারও প্রজন্ম বাসের পক্ষ থেকে ১৬তম আবর্তনের নবীন বরণ আয়োজন করা হয়েছে। এতে নবীনরা খুবই খুশি। আমাদের বাসে সিনিয়র জুনিয়রের যে একটি বন্ধন আছে তা এই প্রোগ্রামের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে ।
তিনি বলেন, বাসের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে এই বাসের প্রথম গেটে মেয়েরাও একসাথে গান গেয়ে বাসটাকে মাতিয়ে রাখে । আমরা এই ঐতিহ্যগুলো সাথে নিয়েই প্রজন্ম থেকে প্রতিটি প্রজন্ম , আমরা প্রজন্মিয়ান হয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]