ডেস্ক নিউজ: কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত হয়েছেন মোঃসাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নুরুজ্জামান শাহিন।
বুধবার (১১ মে) বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি আবু তৈয়প অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান শাহিন বলেন,আমি জননেত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ। আমি বরুড়ার মাটিও মানুষের নেতা নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি বরুড়া উপজেলা আওমীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।