বার্তা পরিবেশক:
প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া পেকুয়া উপজেলাদ্বয়ের বাসিন্দাদের সহযোগিতার উদেশ্যে সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ/ সদস্যদের পরামর্শে একটি জরুরি তহবিল গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক এবং বর্তমান ছাত্র/ছাত্রীদের নিয়ে গঠিত চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৯ই আগস্ট রাতে সাবেক নেতৃবৃন্দগণ জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহীদের গঠিত তহবিলে নিন্মোক্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক ডোনেশন প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
>01875563232(বিকাশ এজেন্ট)
>01812140500(নগদ এজেন্ট)।
সংগৃহীত ত্রাণ তহবিলের মাধ্যমে উপজেলা দ্বয়ের ক্ষতিগ্রস্হ পরিবার ও ব্যক্তিদের সহযোগিতা করা হবে বলে জানানো হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
যেকোন জরুরী প্রয়োজনে অনুষ্ঠিতব্য নির্বাচনের
প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাদ জুয়েল এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলামের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।