বন্যার্তদের পাশে ইনার হুইল ক্লাব অব ঢাকা

নিউজ ডেস্ক: বর্তমান সময়ে হঠাৎ বন্যার কারণে সিলেটের মানুষ প্রচুর কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘর বাড়ি সব কিছু পানির নিচে। ঘরের চাল পযর্ন্ত বন্যার পানিতে ভেসে যাচ্ছে। এমন অবস্থায় তারা যেমন বাসস্থানের সমস্যায় ভোগাচ্ছ ঠিক তেমনই খাবারের অভাবে কষ্ট পাচ্ছে।

এই কষ্ট দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউনের ভাইস প্রেসিডেন্ট ফারজানা শারমিন গত ১৮জুন বন্যার্ত মানুষের সহায়তায় কিছু করার ইচ্ছা প্রকাশ করে।

তার আহ্বানে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউনের প্রেসিডেন্ট নাফিসা তারানুম, ইনার হুইল ডিস্টিক ৩৪৫ এর সবগুলো ক্লাবকে সিলেটে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তার এই আহ্বানে ইনার হুইল ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব অব বেলি গার্ডেন্টে, ইনার হুইল ক্লাব অব নিউ রমনা, ইনার হুইল ক্লাব অব লাসাই হিল, ইনার হুইল ক্লাব অব কিশোরগঞ্জ, ইনার হুইল ক্লাব অব কৃষ্ণচূড়া, ইনার হুইল ক্লাব অব প্রেরাডাইস, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ, ইনার হুইল ক্লাব অব ঢাকা, ইনার হুইল অব ক্লাব কর্ণফুলি, ইনার হুইল ক্লাব অব কক্স-বাজার, ইনার হুইল ক্লাব অব গ্রীন বেলী, ইনার হুইল ক্লাব অব গ্রীনহিল চট্রগ্রাম ক্লাবগুলো সাড়া দেয়। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক সাড়া পেয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলা লালপুর, আম্বরী ঘাট এলাকায় প্রথম দিন ত্রান চিড়া, গুড়, বিস্কুট, স্যালাইন, মোমবাতি, ম্যাচ বক্স ঢাকা আপটাউনের সেক্রেটারি সুরাইয়া আক্তার চিশতী বিতরণ করেন ।  দ্বিতীয়দিন জামালগঞ্জ উপজেলার হাওরিয়া আলীপুর, ইসলামপুর, ইসলামপুরে বাগহাটি, মশলঘাট, শিবপুর গ্রামে চিড়া, গুড়, বিস্কুট, স্যালাইন এই সকল শুকনো খাবারসহ চাল ডাল, লবন এই সকল শুকনো খাবারসহ মোমবাতি, ম্যাচ বক্স ৩০০টি পরিবারের মধ্যে বিতরণ করেন।

দ্বিতীয় দিন ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন সমাজসেবী মোঃ তোফাজ্জল হোসেন, খন্দকার শহীদুল ইসলাম, ও সাগর মিয়া।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

টেকনাফে এবার একসাথে ৭ জন স্থানীয় অপহৃত!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের জাহাজপুরা পাহাড় থেকে ৭জন স্থানীয় তরুণ-যুবক, বৃদ্ধকে ধরে নিয়ে গেছে …

error: Content is protected !!