বজ্রপাতে নিহত দুই কৃষক, কালবৈশাখীর ঝড়ে সাগরে নৌকা ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষার্থীকে ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে সাগরে মাছ ধরতে নিয়ে গিয়ে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে নৌকা ডুবিতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় নৌকায় থাকা অন্য পাঁচজন কোনভাবেই বেঁচে তীরে ফিরে এসেছে।

বজ্রপাতে নিহত রাহতম উল্লাহ।

এছাড়া বাহারছড়া আকস্মিক এই কালবৈশাখীর ঝড়ের সময় বজ্রপাত আরো দুই কৃষক নিহত হয়েছে এবং ঝড়ো হওয়ায় মাথাভাঙা এক অসহায় পরিবারের বাড়িতে গর্জন গাছ ভেঙে পড়ে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

বজ্রপাতে নিহত দলু।

জানা যায়, বুধবার ( ২৪ মে ) সকাল সাড়ে ১১ টার সময় আকস্মিক কালবৈশাখীর ঝড় শুরু হয়। এতে ঝড়ের সময়ে অনবরত বজ্রপাতের আঘাতে বাহারছড়া হাজামপাড়া স্থানীয় মো. সোনালীর পুত্র রহমাত উল্লাহ(৪০) নিজস্ব পানেরবরজের কাজ করার সময়ে নিহত হয়। তবু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আগ থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। হয়তো ভয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন বলে ধারণা করছেন। একই সময়ে সাগরে গলদা চিংড়ির পোনা আহরণের সময় নিহত হয় একই ইউনিয়নের বাইন্না পাড়া এলাকার স্থানীয় নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৫)প্রকাশ দলু। তিনি কালবৈশাখীর জড়ের বজ্রপাতে প্রাণ হারায়। এছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে নিহত হয় মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র ও নোয়াখালী পাড়া মাদ্রাসা শিক্ষক মৌ.কাশের পুত্র এনাম উল্লাহ (১৪)।

মৌ. কাশেম জানান,” আমার ছেলে একজন স্কুল পড়োয়া কিশোর।সেই কচ্ছপিয়া তার নানার বাসায় থাকে। কচ্ছপিয়া নৌকার হোসেন আলীর ছেলে নৌকার মালিক নুর মোহাম্মদ। সেই নৌকার মাঝি হচ্ছেন কচ্ছপিয়া কালা জাফরের পুত্র আমান উল্লাহ(৪০)। এই মাঝিমাল্লা আমার স্কুল পড়োয়া শিশুকে জোর করে লোভ দেখিয়ে নৌকায় নিয়ে যায়। ঝড়ের কবলে পড়লে নৌকা ডুবার সময় বিভিন্ন মাধ্যম ৫ জন চলে আসতে পারলেও তাকে রেখে আসছে মাঝি। তিনি আমান উল্লাহ মাঝির শাস্তির দাবি করেন।

বজ্রপাতে নিহত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এবং উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন নিহতের বাড়িতে গিয়ে দুই পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দান করেন।
এছড়া বজ্রপাতে নিহত কৃষক পরিবারে গিয়ে সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সমবেদনা জ্ঞাপন করে তাদের শান্ত্বনা দেন এবং দাফন কাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান।

এদিকে সাগরে নৌকা ডুবে নিহত স্কুল শিক্ষার্থীর পিতা মৌ. কাশেম ছেলের নিখোঁজের বিচার দাবি করলেও বজ্রপাত নিহত দুই কৃষক পরিবার তাদের স্বজনদের অপমৃত্যুর জন্য সকালের কাছে দোয়া কামনা করেন এবং প্রশাসনকে ভবিষ্যতে কোন ধরনের আইনানুগ ব্যবস্থ নিবেন বলেও না দাবির প্রত্যয়ন প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

প্রস্থান | সাবাবের কবিতা

কাছেতে আসিলো দেবী, জাগায়ে নূতন রবি- মম চিত্তে; রাঙায়ে এ বেলা- তব নৃত্যে; শেষে করিলো …

error: Content is protected !!