বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের হামলায় আহত ৮ মৎসজীবী, ভাসমান অবস্থায় উদ্ধার-১

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের জলদস্যুদের আক্রমণে ইঞ্জিল চালিত ছোট নৌকার জেলে শ্রমিককে মারধরের ঘটনায় গুরুত্বর আহত হয়েছে। এঘটনায় ৮জন শ্রমিক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় আব্দুর রশিদ প্রকাশ লেড়াইয়া নামের এক যুবককে নৌকা থেকে লাথি মেরে ফেলে দেয়া হয়। পরে দীর্ঘ ঘন্টা সাগরের ভাসমান থাকা অবস্থার পর হাজাম পাড়ার একটি নৌকা ধরে জীবিত ফিরে এসেছে।

সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্যরাতে টেকনাফের বাহারছড়া দক্ষিণ শিলখালী সমুদ্র নৌকা ঘাটের কয়েকটি নৌকা সাথে এই ঘটনা সংঘটিত হয়।

উদ্ধার হওয়া যুবক স্থানীয় বাহারছড়া ইউপির দক্ষিণ শিলখালী ৪ নং ওয়ার্ড এলাকার দলিল মিয়ার ছেলে আব্দুর রশিদ প্রকাশ লেড়ু (২৮) তাঁকে জলদস্যুরা ফিশিং বোট থেকে ফেলে দিলে সেই সাগরের ভাসমান জালের রশিদ ধরে দীর্ঘ ১৪ ঘন্টা ভেসে ছিলেন, পরে হাজাম পাড়া নৌকা ঘাটের জেলেরা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়।

এদিকে গুরুতর আহতরা হচ্ছেন, একই এলাকার মৃত পেছুর ছেলে আব্দুল করিম(৪৩) মনসুর(২৩) জিহাদ(২২) আব্দুল আমিন(৩৬), সৈয়দ আলম(৪০), নৌকার মালিক রফিক (৪০), আব্দুল আলম(৩৩), আমান উল্লাহ(২৮) বলে জানা গেছে।

নৌকার মালিক রহিম উল্লাহ জানান, গতকাল রাত ১০ টায় মাছ ধরতে সাগরে যায় এসব নৌকা , পরে সাগরে জাল ফেলে উঠানোর সময় বড় একটি ফিশিং বোট কাছাকাছি ভিড়ায় কিছু বুঝে ওঠার আগেই ফিশিং বোট থেকে কয়েকজন ছোট নৌকায় এসে তাদের জাল নিয়ে ফেলে এবং নৌকয় থাকা জেলেদের মারধর করেন।

এদিকে নিখোঁজ হওয়া আব্দুর রশিদের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর, দীর্ঘ ১৪ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে। এই ঘটনার পর জেলে শ্রমিকদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়া চরম আতঙ্ক বিরাজ করছে।

বাহারছড়া জেলে শ্রমিক কমিটির সভাপতি মো. বেলাল উদ্দিন বলেন,সাগর থেকে ফিরে আসা জেলেদের ধারণা এই ফিশিং বোট কক্সবাজার ফিশারি ঘাটের বলে প্রাথমিক ধারণা করছেন।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি আউট পোস্ট বাহারছড়ার কন্টিজেন্ট কমান্ডার অবগত হলে বিপদগ্রস্থ জেলেদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!