ঢাকার কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু প্রমুখ।
এ সময় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সর্ব কালের সেরা বাঙালী। তার জন্মশতবার্ষিকীতে আমাদের সকলের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা ।
কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত বছরের শত সহস্র কোটি অনুপ্রেরণার উৎস। তার স্মৃতির প্রতি উৎসর্গ করে এই বৃক্ষরোপণ কর্মসূচী। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই কর্মসূচি পালন করা হয়েছে।