জবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল (একাংশ)। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভাটি আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. জি এম তারিকুল ইসলাম।
জবি নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এর সঞ্চালনায় আলোচক হিসেবে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস,লাইফ এন্ড আর্থ অনুষদের সবেক ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা।
নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং তার রাজনৈতিক ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]