বগুড়ার নন্দীগ্রামে ডাকাত আটক

অসীম কুমার,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ইউনুস আলী (৩৪) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউনুস আলী পৌর এলাকার ফোকপাল গ্রামের জাফের আলীর ছেলে।

শনিবার ২৬জুন নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া ফোকপাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, ডাকাতির প্রস্তুতি ও গরু চুরির মামলা রয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি ইউনুস আলীকে রোববার দুপুরে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!